বাংলাদেশের পূর্বাকাশে, সূর্য ওঠে রোজ সকাল
সূর্য কিরন রাঙিয়ে তুলে, কেটে যায় রাত্রিকাল
সূর্য ওঠে আভাস নিয়ে, নতুন দিনের উৎসাহের
সূর্য কিরণ হাঁকিয়ে চলে, নতুন বিজয় দিগন্তের
শত-শত সূর্য বালক, জন্মেছিল এই দেশে
সূর্য হয়ে উঁকি দিতো, তাঁদের মেধার সব তরুণে
দেশের তরে অকাতরে, প্রাণ দিয়েছে বিলিয়ে
তাঁদের মত সূর্য ছেলে, আজও জন্মে এই দেশে
যেমন করে সূর্য কিরণ, রাঙায় আলো প্রভাতে
নব জন্মাবালক মনে, জেগে ওঠে দেশ প্রেম
সেই প্রেমেতে আঘাত হানে, ষড়যন্ত্রের গুপ্ত ফাঁদ
সূর্য হয়ে জন্মা শিশু, উন্নয়নের প্রয়াসে
দেশটাকে তার নিয়ে যাবে, উন্নয়নের সপ্তাকাশে
বালক মনের ভাবনা-টাকে বিবেচনায় না নিয়ে
তাকে ঘিরে খবর রাখে, আনাগোনা তার কোন দলে
সূর্য কিরণ ছেলে নিয়ে, বুনে আজো গুপ্ত জাল
ষড়যন্ত্রের বেড়াজালে, জন্মাবে না আর কোন কাল
সূর্য হয়ে পূর্বাকাশে, আলো জলে রোজ সকাল
অস্তমিত সূর্য আবার, ডেকে আনে রাত্রিকাল।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাজিমুল হক
লেখার টাংপিং এ কিছুটা ভুল উঠে গিয়েছে।
মুল কবিতা
পূর্বাকাশের সূর্য কিরণ
নাজিমুল হক
বাংলাদেশের পূর্বাকাশে,সূর্য ওঠে রোজ সকাল
সূর্য কিরণ রাঙিয়ে তুলে,কেটে যায় রাত্রিকাল
সূর্য ওঠে আভাস নিয়ে,নতুন দিনের উৎসাহের
সূর্য কিরণ হাঁকিয়ে চলে,নতুন বিজয় দিগন্তের
শত-শত সূর্য বালক,জন্মেছিল এই দেশে
সূর্য হয়ে উঁকি দিতো,তাঁদের মেধার প্রকাশে
বাংলা ভূমি রাঙিয়েছিল,মেধাবী সব তরুণে
দেশের তরে অকাতরে,প্রাণ দিয়েছে বিলিয়ে
তাঁদের মত সূর্য ছেলে,আজও জন্মে এই দেশে
যেমন করে সূর্য কিরণ, রাঙায় আলো প্রভাতে
নব জন্মা বালক মনে,জেগে ওঠে দেশ প্রেম
সেই প্রেমেতে আঘাত হানে,ষড়যন্ত্রের গুপ্ত ফাঁদ
সূর্য হয়ে জন্মা শিশু, উন্নয়নের প্রয়াসে
দেশটাকে তার নিয়ে যাবে,উন্নয়নের সপ্তাকাশে
বালক মনের ভাবনা-টাকে,বিবেচনায় না নিয়ে
তাকে ঘিরে খবর রাখে,আনাগোনা তার কোন দলে
সূর্য কিরণ ছেলে নিয়ে,বুনে আজো গুপ্ত জাল
ষড়যন্ত্রের বেড়াজালে,জন্মাবে না আর কোন কাল
সূর্য হয়ে পূর্বাকাশে, আলো জ্বলে রোজ সকাল
অস্তমিত সূর্য আবার,ডেকে আনে রাত্রিকাল
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।